১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা জানে না সরকার

শেয়ার করুন

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে কোনো তথ্য নেই। একইসঙ্গে তিনি ভারতে কোন আইনি ভিত্তিতে অবস্থান করছেন, সেটি ভারত সরকারের বিবেচনার বিষয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাছাড়া, তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন, সেটি ভারত সরকারের বিষয়।”

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনার বিষয়ে ওঠা দাবির প্রসঙ্গে মুখপাত্র বলেন, “দ্বিপক্ষীয় চুক্তিগুলো বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা সম্পাদন করেছে। যদি কোনো মন্ত্রণালয় বা সংস্থা মনে করে, তারা চুক্তি পর্যালোচনা করতে পারে। ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশিত হয়েছে এবং এগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবলিক ডোমেইনে রয়েছে।”

গোপন কোনো চুক্তি রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।”

বাংলাদেশের নতুন হাইকমিশনারের বিষয়ে অগ্রগতি
বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে রিয়াজ হামিদুল্লাহর জন্য দিল্লিতে এগ্রিমো চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে মুখপাত্র বলেন, “আমরা এগ্রিমো চেয়েছি এবং ভারতের উত্তরের জন্য অপেক্ষায় আছি। সাধারণত এই প্রক্রিয়া দুই থেকে চার মাসের মধ্যে সম্পন্ন হয়।”

সীমান্ত পরিস্থিতি ও কূটনৈতিক তলব
সম্প্রতি সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। একইসঙ্গে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকেও ভারত সরকার তলব করে।

এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, “উভয় পক্ষই একে অপরকে ডেকেছে। এটি একটি বিস্তারিত বিষয় এবং এর পূর্ণ প্রতিবেদন আমার কাছে নেই।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন