১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এলিফ্যান্ট রোডে ‘দেড় মিনিট মিশনে’ ২ ব্যবসায়ী নেতাকে কোপালো কারা?

শেয়ার করুন

রাজধানীর ব্যস্ত এলাকায় ব্যবসায়ীদের ওপর নৃশংস হামলা, চাঁদাবাজি ও সন্ত্রাসী দ্বন্দ্বের অভিযোগ

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে প্রকাশ্যে ১২-১৫ জনের মুখোশধারী দুর্বৃত্তদের দল দুই কম্পিউটার ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়েছে। এই নৃশংস ঘটনায় আহত হয়েছেন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ও ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতেসামুল হক।

হামলার ঘটনা ও প্রতিক্রিয়া
রাত ১০টা ৪৫ মিনিটে যখন এ হামলার ঘটনা ঘটে, তখন সড়কে যানবাহন চলাচল করছিল এবং কাছেই পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক বক্স ছিল। হামলাকারীদের অতর্কিত আক্রমণে এহতেসামুল হক গুরুতর আহত হন এবং তাকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীপু সামান্য চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

দীপু জানান, মুখোশধারী দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায় এবং এহতেসামুল হককে রাস্তায় কুপিয়ে আহত করে। তিনি বলেন, “২০-২২ জন হামলাকারীর মধ্যে কিছু লোক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, সম্ভবত তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল।”

হামলার ভিডিও ও চাঁদাবাজির অভিযোগ
ঘটনার একটি ১০-১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে নৃশংস হামলার দৃশ্য দেখা গেছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এলিফ্যান্ট রোড ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলে আসছে।

একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, ৫ আগস্টের পর মাল্টিপ্ল্যান মার্কেটের নিয়ন্ত্রণ একটি নতুন গ্রুপের হাতে চলে যায়, যারা মোহাম্মদপুর এলাকার এক শীর্ষ সন্ত্রাসীর সমর্থনপুষ্ট। এরই জেরে প্রতিদ্বন্দ্বী ধানমন্ডি এলাকার একটি গ্রুপ হামলা চালিয়েছে বলে ধারণা করছেন অনেকে।

পুলিশের বক্তব্য ও তদন্ত
নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দীন জানিয়েছেন, “আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এখনো মামলা হয়নি। তবে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন
শনিবার দুপুরে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে ব্যবসায়ীরা হামলার প্রতিবাদে মানববন্ধন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, মাল্টিপ্ল্যান সেন্টারে মাসিক কোটি টাকার চাঁদাবাজি চলে। সার্ভিস চার্জের নামে দোকান থেকে টাকা আদায় করা হয়, যা অনেক সময় স্থানীয় সন্ত্রাসীদের পকেটে যায়।

নিন্দা ও আহ্বান
ইসিএস কম্পিউটার সিটি ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তারা সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান।

রাজধানীর ব্যস্ততম এলাকায় ব্যবসায়ীদের ওপর এমন নৃশংস হামলার ঘটনা চাঁদাবাজি ও সন্ত্রাসী দ্বন্দ্বের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ ও দোষীদের শাস্তি নিশ্চিত করাই এই সংকট সমাধানের জন্য গুরুত্বপূর্ণ।

 

শেয়ার করুন