
ছোট একটি মেয়ে সুর সাধনায় মগ্ন, কিন্তু তার সুর বেসুরো হওয়ায় এক ভয়ানক শর্ত জুড়ে দেওয়া হয়—সূর্যাস্তের আগেই তাকে সুর খুঁজে পেতে হবে, নইলে বাকি জীবন কাটাতে হবে কসাই ঘরে! এই গল্পে মেয়েটি জানতে পারে, সুরের সন্ধান পেতে তাকে যেতে হবে এক ডাইনির কাছে। ডাইনির অভিশাপ থেকে মুক্তি পেয়ে মেয়েটি অবশেষে পায় তার কাঙ্ক্ষিত সুর। আর সেই রহস্যময় ডাইনি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এই চমকপ্রদ গল্পটি দেখা যায় চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর শেষ পর্ব ‘বেসুরা’-তে, যা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। সিরিজটির গল্পগুলো নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান একসঙ্গে লিখেছেন।
সিরিজের শেষ পর্বে জয়া আহসান হাজির হন ক্যামিও চরিত্রে। ডাইনি চরিত্রে তার উপস্থিতি এতটাই অনবদ্য ছিল যে মেকআপের জন্য তাকে চিনতে পারাও ছিল কঠিন। গল্পের শেষে নিজের রূপে ফিরে এসে দর্শকদের আরও মুগ্ধ করেন তিনি।
ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি সবসময় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। গল্পের গভীরতা এবং চরিত্রের বৈচিত্র্য আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। নুহাশ এবং গুলতেকিন খান যে অসাধারণ একটি গল্প লিখেছেন, তার একটি অংশ হতে পেরে আমি আনন্দিত।’
‘বেসুরা’ পর্বে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, মান্, এরফান মৃধা শিবলু, বাবলু বোস এবং মাসউদুর রহমান। সিরিজটির আবহ সংগীত করেছেন অভিষেক ভট্টাচার্য্য, আর ‘বেসুরা’ পর্বের গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।