১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

শেয়ার করুন

গোয়েন্দা সংস্থার আপত্তির ভিত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী ফ্লাইটে অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার পাসপোর্ট অফলোড করা হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নিপুণ আক্তারকে ফ্লাইটে ওঠা থেকে বিরত রাখে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

 

শেয়ার করুন