
ডায়াবেটিস রোগীদের রোজা পালন: এসিইডিবির নির্দেশনা
ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের তৃতীয়টি হলো রোজা। প্রতি বছর রমজানে ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তবে কিছু নিয়ম মেনে তারা নিরাপদে রোজা রাখতে পারবেন। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসিইডিবি)।
শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসিইডিবির প্রেসিডেন্ট অধ্যাপক মো. ফরিদ উদ্দিন ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ রোজার বিষয়ে পরামর্শ দিয়েছেন।
ডায়াবেটিস রোগীদের প্রস্তুতি
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, “ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। নিয়ম মেনে সব ধরনের ইবাদত পালন করা সম্ভব। ডায়াবেটিস রোগীরাও নিয়ম মেনে রোজা পালন করতে পারেন। তবে এর জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের কমপক্ষে দুই-তিন মাস আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রস্তুতি নেওয়া উচিত।”
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৮০ শতাংশ ডায়াবেটিস রোগী রোজা রাখেন। সারা বিশ্বে এ সংখ্যা প্রায় ৫০ মিলিয়ন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখলে হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস এবং ডিহাইড্রেশনের মতো জটিলতা হতে পারে।
সচেতনতার উদ্যোগ
ডায়াবেটিস রোগীদের সচেতন করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি বিভাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। এসিইডিবি ২০২৩ সালের অক্টোবরে রজব মাসকে “ডায়াবেটিস ও রমজান সচেতনতা মাস” হিসেবে ঘোষণা করেছে।
এ উপলক্ষে এসিইডিবি নানা কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে:
চিকিৎসক ও রোগীদের প্রশিক্ষণ
মসজিদের খতিবদের সঙ্গে আলোচনা
মিডিয়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি
সংবাদ সম্মেলন আয়োজন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসিইডিবির কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোরশেদ আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মঈনুল ইসলাম এবং অধ্যাপক মো. আতিকুল ইসলাম।
ডায়াবেটিস রোগীদের রোজা পালনে সচেতনতা ও প্রস্তুতি অপরিহার্য। সঠিক নির্দেশনা ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিস রোগীরাও রমজানের পবিত্র রোজা পালন করতে পারবেন।