১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতির উন্নতি, ন্যয়বিচার এবং গনতন্ত্র প্রতিষ্ঠা হোক বিজয় দিবসের অঙ্গীকার

শেয়ার করুন

প্রিয় পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো আপনাদের প্রতি। বিজয় দিবস- এই দিনটি বাংগালী জাতির হাজার বছরের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়।

আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি, যারা তাঁদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন।

১৬ই ডিসেম্বর-এটি আমাদের গৌরবের, বিজয়ের, আর আনন্দ-অশ্রু-মাখা এক মুক্তির দিন।

আজ থেকে ৫৩ বছর আগে এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় আকাশ-বাতাসে উদ্ভাসিত হয়েছিল এবং এই দিনে আমরা পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম।

 

আজ ২০২৪ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশের প্রথম স্বাধীনতা উদযাপন করছি।

আজ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন রূপ নিচ্ছে,আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি, ন্যয়বিচার এবং গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে সাফল্য এনে দিবে।

পরিবর্তিত এই সম্ভাবনাময় দিনে আবার আমাদেরকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করতে হবে।

তরুনদেরকে এগিয়ে আসতে হবে যুগোপযোগী বাংলাদেশ গড়ার প্রত্যয় ও সম্ভাবনা নিয়ে।

ভাল থাকবেন সবাই।

 

লূবনা ইয়াসমিন

সম্পাদক

সিএনআই…

 

শেয়ার করুন