১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগ নিষিদ্ধের পর ঢাবিতে আনন্দ মিছিল, যা বললেন সমন্বয়করা

শেয়ার করুন

-ছাত্রলীগকে নিষিদ্ধ করায় মাদারীপুর জেলার শিবচরে আনন্দ ছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমানের নেতৃত্ব এ আনন্দ মিছিল বের হয়।

আনন্দ মিছিলটি পৌরসভার হেলিপ্যাড মোড় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগকে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধের দাবি পূরণ হওয়ায় মাদারীপুর জেলার শিবচরে আনন্দ মিছিল করে উপজেলা ছাত্রদল।
এসময় নানা স্লোগানে মুখর করে তোলে নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে দেশের শিক্ষাঙ্গণ সন্ত্রাসমুক্ত হতে যাচ্ছে।
এসময় পৌর দলের আহ্বায়ক সিহাব আহমেদ, সদস্য সচিব রিয়াজ গোমস্তাসহ উপজেলা, বিভিন্ন কলেজ ও ইউনিয়নের ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। –

শেয়ার করুন