
বেশকিছুদিন ধরে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনে উত্তাল ছিল আফ্রিকার দেশ মাদাগাস্কার। অবশেষে সরকারবিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে ‘জেন জি’ তরুণদের বিক্ষোভের মুখে বিশ্বে দ্বিতীয় সরকারের পতন ঘটেছে মাদাগাস্কারে। দেশটির সংসদের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো বলেছেন, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা রোববার দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন।
সিতেনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি, তিনি দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা জানা যায়নি।
এর আগে, প্রেসিডেন্টের দপ্তর বলেছিল, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাজোয়েলিনা। তবে এই বিষয়ে পরবর্তীতে আর কোনও তথ্য জানানো হয়নি।
ভাষণের আগে আন্তানানারিভো সিটি হলের সামনের একটি চত্বরে মানুষ জড়ো হয়ে পতাকা উড়িয়ে স্লোগান দিতে থাকে। কেউ কেউ সামরিক যানবাহন ঝুলিয়ে রেখেছিল। তাদের মধ্যে ক্যাপস্যাট ইউনিটের সৈন্যরাও ছিলেন। রাজোয়েলিনাকে প্রথম ক্ষমতায় আনতে তারা ২০০৯ সালের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শনিবার ঘোষণা করেছে যে, তারা বিক্ষোভকারীদের ওপর ‘গুলি চালানোর আদেশ প্রত্যাখ্যান করবে’। এরপরই মূলত পতনের সময় ঘনিয়ে আসতে থাকে রনাজেয়েলিনার।