
বাংলাদেশিদের জন্য হজ নিবন্ধনের সময় সৌদি সরকার বাড়াবে বলে প্রত্যাশা করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে ধর্ম উপদেষ্টা এ তথ্য জানান।
৭টি ভালো কাজের প্রতিদান হজের সমান
হজের গুরুত্বপূর্ণ কাজ কী কী
আ ফ ম খালিদ হোসেন জানান, গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেওয়া হবে। তবে টাকাগুলো হাজিরা ফেরত পাবেন না বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর প্রত্যাশার কথা জানিয়ে খালিদ হোসেন বলেন, আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সঙ্গে মিটিং আছে। আশা করি, হজের নিবন্ধনের সময় বাড়বে। আমরা হজের নিবন্ধনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করব।
ব্রিফিংয়ে উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই। আমরা টাকা লুট করিনি।‘