১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

শেয়ার করুন
ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩
ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৯৫৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৫৩ জন এবং একই সময়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে ৯৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, বরিশালে ১৪১ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ৯৩ জন, রাজশাহীতে ৬৯ জন, ময়মনসিংহে ৪৬ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু এখন মৌসুমি নয়, বরং সারাবছরই দেখা দিচ্ছে। অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “বৃষ্টি শুরু হলে ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়ে। তাই নিয়মিত মশা নিধন ও জনসচেতনতা বাড়ানো জরুরি।”

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “শুধু জরিমানা বা প্রচারণা নয়, সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, দেশে এক বছরে সর্বাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ২০২৩ সালে—মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১১ জন।

শেয়ার করুন