১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপির পাঁচ কর্মকর্তাকে রদবদল

শেয়ার করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুই আদেশে তাদের রদবদল করা হয়।

পদায়ন করা কর্মকর্তা হলেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস্‌ বিভাগ) মুঈদ মোহাম্মদ রুবেলকে পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে; ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা বিভাগ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার মো. আকতারুজ্জামানকে অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরেক আদেশে ডিএমপির সহকারী কমিশনার ফারজানা হককে সহকারী কমিশনার ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-ধানমন্ডি জোন হিসেবে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহেল বাকীকে সহকারী কমিশনার ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক-যাত্রাবাড়ী জোন হিসেবে পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন