১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির নতুন সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক-ফাহিম

শেয়ার করুন
বিসিবির নতুন সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক-ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আসছেন দেশের তিন সাবেক ক্রিকেট ব্যক্তিত্ব। আগামী বোর্ডের সভাপতি হচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আর সহ-সভাপতির দুটি পদে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক বিসিবি প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম।

বিসিবির পরিচালনা পর্ষদের সাম্প্রতিক নির্বাচনে ক্যাটাগরি-১ (আঞ্চলিক ক্রীড়া সংগঠন) থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন বুলবুল ও ফাহিম। অন্যদিকে, ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি) থেকে নির্বাচিত হন ফারুক আহমেদ।

সবকিছু ঠিকঠাক থাকলে এই তিনজনই পাচ্ছেন বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদ। সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল।

আর সহ-সভাপতির দুই পদের জন্যও সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন শুধু ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। ফলে তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে আসীন হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন