১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানদেরকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের

শেয়ার করুন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল, লক্ষ্য প্রতিপক্ষকে শোচনীয় হোয়াইটওয়াশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ ও ২ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে।

এশিয়া কাপ শেষ করে সরাসরি এই সিরিজে নেমে টাইগাররা দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। যেখানে শেষ ম্যাচে জিতেই শতভাগ সাফল্যের সঙ্গে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। যদিও প্রথম দুই ম্যাচে একেবারেই দাপট দেখাতে পারেনি দল। দুবারই ব্যাটিং ধসে হারার শঙ্কায় পড়েছিল টাইগাররা, তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে উদ্বোধনী জুটিতে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ১১.৪ ওভারে ১০৯ রান তুলেছিলেন। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট পড়ে টাইগারদের ঘাম ছুটেছিল। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ১৩ বলে ২৩ এবং রিশাদ হোসেন ৯ বলে ১৪ রান করে জয় নিশ্চিত করেন।

দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে টপ অর্ডারের ব্যর্থতায় মাত্র ২৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে মিডল অর্ডারে জাকের আলি ও শামীম হোসেনের ৫৬ রানের জুটিতে দল চাপমুক্ত হয়। অধিনায়ক জাকের ৩২ এবং শামীম ৩৩ রানে ফেরার পর ফিনিশার হিসেবে নেমে জয় নিশ্চিত করেন নুরুল হাসান সোহান। তিনি খেলেন ২১ বলে ৩১ রান।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ে খুশি জাকের আলি, যিনি নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন। জাকের বলেন, ‘সিরিজ জয়ের খবর শুনে ভালো লাগছে। গত দুই ম্যাচে দল হিসেবে আমরা সত্যিই ভালো খেলেছি। বোলাররাও দারুণ করেছে।’

শেয়ার করুন