
সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত আসনের সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্য ও দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আরও ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা কার্যক্রমের ফলাফলের ভিত্তিতেই সাবেক দুই এমপিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন নথি ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।
২০১১ সালে আদালতের রায়ে আওয়ামী লীগের একটি অংশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিকবার নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে দুই সাবেক সাংসদসহ মোট ১৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হবে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য ও পেছনের নেটওয়ার্ক খতিয়ে দেখা হবে।