
শ্রীশ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছুটি শেষে আগামী ৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠদান ও অন্যান্য কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, ছুটি ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে শিক্ষার্থীদের হাতে-কাঁধে ভারী ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিতে দেখা গেছে। তাদের চোখে-মুখে পরিবারের সঙ্গে উৎসব পালনের আনন্দ ও উচ্ছ্বাস স্পষ্ট।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছুটির সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উৎসবমুখর এবং নিরাপদ ছুটি কাটানোর শুভকামনা জানানো হয়েছে।