১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি ইলিয়াসের সহযোগী দেলোয়ার গ্রেফতার

শেয়ার করুন

সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তেজগাঁও ও কাওরানবাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হান্নান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি কিশোরগঞ্জের শ্রমিক লীগ নেতা। তার বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে। তার বাবা আবদুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।’

জানা গেছে, ঝটিকা মিছিলের একদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এসি–ফ্রিজ শ্রমিকদের নিয়ে তিনি গোপন বৈঠকও করেন। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের প্রায় সব আন্দোলনেই দমন-পীড়নের নেতৃত্ব দিয়েছেন তিনি। রামপুরা থানায় জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে দুটি মামলায় তার নাম এসেছে।

শেয়ার করুন