
পর্যটকদের জন্য আগামী পহেলা নভেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন। বেসামরিকবিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, ‘দ্বীপটি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে।’
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসরীন জাহান বলেন, ‘প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। তবে প্রথম দুই মাস দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে। শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা।’
এ সময় বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশীর উদ্দিন বলেন, ‘পর্যটন শিল্পের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সামগ্রিকভাবে উন্নতি হলে পর্যটন শিল্পও সামনের দিকে এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে চালু হবে সেটি এখনো ঠিক হয়নি। আমাদের প্রচেষ্টার কমতি নেই। সরকার এখানে ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। যত দ্রুত সম্ভব চালু করতে কাজ করে যাচ্ছি।’