১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, নতুন ইঙ্গিত পলকের

শেয়ার করুন

দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেকমন্ত্রী আসাদুজ্জামান নূরকে। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে প্রিজনভ্যানে করে কারাগারে যাওয়ার সময় ‘ভি’ চিহ্ন দিয়ে নতুন ইঙ্গিত দিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার,২২ সেপ্টেম্বর তাদের ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। এরপর দুদকের মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এরপর আসাদুজ্জামান নূরের পক্ষে তার আইনজীবী কাওছার আহমেদ জামিন চেয়ে আবেদন করেন। আদালত এবিষয়ে শুনানির জ্য আগামী ১২ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন বলে জানান প্রসিকিউশন বিভাগের উপসহকারী পরিচালক ফয়েজ উদ্দিন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তারের অভিযানের মধ্যে সাবেক সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের মামলায় তাকে আসামি করা হয়েছে। এর পাশাপাশি গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুদক।

শেয়ার করুন