১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পূজোয় মন খুলে আনন্দ করুন, নিরাপত্তার দায়িত্ব আমার : পারভেজ মল্লিক

শেয়ার করুন

আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক বলেছেন, শারদীয় দুর্গোৎসবে আপনারা মন খুলে আনন্দ করুন, পূজোয় আপনাদের সব নিরাপত্তার দায়িত্ব আমার। আমি চাই তেরখাদার সব ধর্মের মানুষ একসঙ্গে এক ছাতার নিচে ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে বসবাস করবে। আপনাদের পূজা মণ্ডপে যেমন ঢোল বাজবে একইসঙ্গে মসজিদেও নামাজ হবে।

 

শনিবার দুপুরে তেরখাদার নিজ বাসভবনে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতারা ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে পারভেজ মল্লিক বলেন, পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। যারা সুযোগসন্ধানী এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা যাতে বিশৃঙ্খলা না করতে পারে এ ব্যাপারে সবাই সতর্ক ও সজাগ থাকবেন। এ সময় দুর্গাপুজোর সার্বিক নিরাপত্তায় তেরখাদা তথা খুলনা-৪ আসনের অন্তর্ভুক্ত প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়নে টাস্কফোর্স গঠন করে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

 

আমি তেরখাদা তথা খুলনা-৪ আসনে এমন সম্প্রীতি দেখতে চাই যেখানে মুসল্লিরা নামাজ পড়তে কোনো বাধা পাবে না তেমনই হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালনে কোন বাধা পাবে না।

শেয়ার করুন