
ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীতে আকস্মিক বন্যার উজানে উন্নতি হলেও ভাটিতে জলাবদ্ধতা । পাহাড়ি ঢলে পানিতে জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি ও নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালী নদীতে লাকড়ি তুলতে গিয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা লাকড়ি তুলতে গিয়ে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ইসমাইল হোসেন নামে ১৭ বছরের এক তরুণ ঢলের তোড়ে ভেসে নিখোঁজ হয়েছিল।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইগাতীর তামাগাঁও এলাকার মহারশি নদী থেকে স্থানীয়রা নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে।