
থাইরয়েড ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো:
১. ঘাড়ে হালকা চাকা বা গাঁট দেখা যাওয়া
২. জামার কলার টাইট লাগার অনুভূতি
৩. গলার স্বরে কর্কশতা বা ভিন্নতা
৪. গিলতে সমস্যা
৫. ঘাড়ের লিম্ফ নোড ফোলা
৬. গলা ও ঘাড়ে হালকা ব্যথা
এই লক্ষণগুলোর যেকোনোটি দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
ঘাড়ে সামান্য ফোলা বা স্বরে হালকা ভিন্নতা— আমাদের অনেকেই এসব উপসর্গকে তেমন গুরুত্ব দিই না। কিন্তু জানেন কি, এমন সামান্য লক্ষণেই লুকিয়ে থাকতে পারে মারাত্মক এক রোগের ইঙ্গিত? এ রোগের নাম থাইরয়েড ক্যানসার।
শরীরের হরমোন ও বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাইরয়েড গ্রন্থি। আর এই ছোট্ট অঙ্গেই যখন ক্যানসার বাসা বাঁধে, তখন তা নীরবে ধীরে ধীরে শরীরের ক্ষতি করে চলে। প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ না থাকায় রোগ ধরা পড়ে দেরিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সূক্ষ্ম উপসর্গ আছে যেগুলো নজরে আনলেই প্রাথমিক অবস্থায় থাইরয়েড ক্যানসার শনাক্ত করা সম্ভব। সময়মতো চিকিৎসা নিলে সাফল্যের সম্ভাবনাও বেড়ে যায় কয়েকগুণ।