১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিপিবি কার্যালয়ে ধর্ষণবিরোধী কর্মসূচি, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

শেয়ার করুন

আজ শনিবার সকাল থেকে ঢাকার পুরানা পল্টনে অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সিপিবির নেতারা জানান, দলটির কার্যালয় দখল ও হামলার আশঙ্কা রয়েছে। পল্টন থানার ওসি কাজী নাসিরুল আমিন বলেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ধর্ষণবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচির আওতায় আজ সকালে সিপিবির নেতাকর্মীরা তাদের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেন। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাজেদুল হক রুবেল বলেন, দেশে চলমান ধর্ষণবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি গতকাল প্রতিবাদ সমাবেশ করেছে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন এবং বিকেলে শোকমিছিল।

সকাল সাড়ে ১০টার দিকে কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম দলের কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন করেন। তিনি বলেন, ‘দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, যা আমাদের জন্য লজ্জার। নারীবিদ্বেষী বক্তব্য আইন করে নিষিদ্ধ করা উচিত, কারণ এসব মন্তব্য নারীদের প্রতি বিদ্বেষ উসকে দিচ্ছে।’ এ সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিপিবির আহ্বানে আয়োজিত আজকের কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল (আম্বিয়া) সহ বিভিন্ন বামপন্থী ও গণতান্ত্রিক ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

শেয়ার করুন