১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বার্সেলোনায় একুশে মেলার প্রস্তুতি

শেয়ার করুন

বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বার্সেলোনায় একুশে মেলার প্রস্তুতি

সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে স্পেনের বার্সেলোনায় আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে মেলা। মেলা প্রস্তুতি কমিটি ইতোমধ্যে মেলার সার্বিক আয়োজন নিয়ে কাজ করে যাচ্ছে। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বার্সেলোনার বাংলাদেশি অধ্যুষিত এলাকা রামলা দেল রাভালে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলা প্রস্তুতি সভা

রোববার (৯ ফেব্রুয়ারি) একুশে মেলা প্রস্তুতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশি কমিউনিটির সমন্বয়ক লোকমান হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন স্পেন-বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি। সভায় বার্সেলোনা ও সান্তাকলমা বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ৩০টি বাংলাদেশি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

একুশে মেলার আয়োজন

মেলার মূল কার্যক্রমগুলোর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে—
অস্থায়ী শহীদ মিনার তৈরি ও শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা
গান, নৃত্য, মঞ্চ নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া
বর্ণমালা র‍্যালি আয়োজন
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সংক্ষিপ্ত আলোচনা
ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের স্টল

বিশেষ অতিথিরা

মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি। এছাড়া কাতালোনিয়ার প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারাও মেলায় অংশ নেবেন।

অভিভাবকদের প্রতি আহ্বান

মেলা কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ করেছেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের এই আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করতে। এতে তারা বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

বাংলাদেশি কমিউনিটির সবাইকে একুশে মেলা সফল করতে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

 

শেয়ার করুন