১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় আরও ৯ লাশ উদ্ধার, লেবাননে বিমান হামলা ইসরায়েলের

শেয়ার করুন

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে প্রায় ৪৮ হাজার ৩০০ জনে পৌঁছেছে।

অন্যদিকে, নির্ধারিত সেনা প্রত্যাহারের সময়সীমার আগেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সংস্থাটি জানায়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার বিভিন্ন স্থানে উদ্ধারকাজ চালিয়ে নতুন করে ৯ জনের মরদেহ উদ্ধার করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ প্রাণহানি যোগ করে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে মৃতের সংখ্যা ৪৮ হাজার ২৮৪ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি গোলাবর্ষণে আরও চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তারা এ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া, হামলায় আহত আরও ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ফলে মোট আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৭০৯ জনে দাঁড়িয়েছে।

উদ্ধারকর্মীদের অভিযোগ, ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আরও অনেক মরদেহ পড়ে থাকলেও ইসরায়েলি হামলা ও প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

যুদ্ধবিরতি কার্যকর হলেও মিলছে লাশ

দীর্ঘ ১৫ মাস পর, গত জানুয়ারিতে গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তি। তবে যুদ্ধবিরতির পরও ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই উদ্ধার করা হচ্ছে নিহতদের লাশ, ফলে প্রাণহানির সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি থেকে তিন-পর্যায় বিশিষ্ট যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির আওতায় বন্দি বিনিময়, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের লক্ষ্য নির্ধারিত রয়েছে।

তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান থাকা সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে।

লেবাননে ইসরায়েলের হামলা

ইসরায়েলি বাহিনী সোমবার রাতে লেবাননের জেজিন জেলার তাইর হারফা ও আইচিয়েহিন গ্রামে বিমান হামলা চালিয়েছে। এছাড়া, মারজায়ুন জেলার সীমান্ত শহর ওদাইসেহতে দুটি বিস্ফোরণ ঘটিয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ইসরায়েলি বিমান বাহিনী জেজিনের আইচিয়েহিনে লাহেদ ব্রিজ ও মাহমুদিয়েহের মধ্যে লিতানি নদীর গতিপথ লক্ষ্য করে দুটি হামলা চালায়। এছাড়া, দক্ষিণাঞ্চলীয় টাইরে জেলার আইন ইজ জারকা এলাকাতেও হামলা চালানো হয়।

সংস্থাটি আরও জানায়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের মারজায়ুন জেলার ওদাইসেহ এলাকায় দুটি বিস্ফোরণ ঘটিয়েছে। সেনা প্রত্যাহারের আগেই ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে।

 

শেয়ার করুন