১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দুই মেয়েকে নিয়ে ঋণগ্রস্ত বাবার বিষপান

শেয়ার করুন

অভাব-অনটন ও ঋণের বোঝা থেকে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে দুই শিশুসন্তানকে নিয়ে বিষ পান করেন আবদুর রউফ (৩২) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রউফ মারা যান। তার আগে তার দুই মেয়ে—আয়েশা আখতার (৩) ও খাদিজা আখতার (৫)—কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চার সন্তানের জনক আবদুর রউফ পেশায় মুদিদোকানি ছিলেন। সম্প্রতি তিনি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সাত লাখ টাকা ঋণ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। অভাব-অনটনের কারণে তার সংসারে প্রায়ই ঝগড়া হতো। দুই দিন আগে স্ত্রী এক বছর বয়সী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেন রউফ। এ নিয়ে গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়।

এরপর গভীর রাতে (প্রায় ৩টার দিকে) রউফ ঘরে থাকা ইঁদুর মারার বিষ দুই মেয়েকে পান করিয়ে নিজেও পান করেন। পরে তাদের উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। পরে সকালে সেখানেই মারা যান আবদুর রউফ।

হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈন উদ্দিন চৌধুরী বলেন, “শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে আবদুর রউফও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”

রউফের ছোট ভাই সুজন মিয়া বলেন, “আমার ভাই ঋণের চাপে ছিলেন, পাশাপাশি সংসারে অভাব-অনটন নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এসব কারণে ভাই সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন।”

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, “আবদুর রউফ বিদেশ যাওয়ার জন্য ঋণ নিয়েছিলেন। কিন্তু পরিবারের অভাব-অনটনের কারণে স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। এসবের জেরে তিনি দুই সন্তানকে নিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন।”

 

শেয়ার করুন