১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনার সঙ্গে ড্র করায় এগিয়ে থেকেই শেষ ম্যাচে নামবে ব্রাজিল

শেয়ার করুন

ব্রাজিল-আর্জেন্টিনার রোমাঞ্চকর লড়াই, শিরোপার অপেক্ষা বাড়ল

ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার আজকের ম্যাচটি ছিল অনেকটা ‘ভার্চুয়াল ফাইনাল’। যে দল জিতবে, তার হাতেই উঠবে শিরোপা—এমন সমীকরণে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে ১-১ গোলে ড্র হওয়ায় চ্যাম্পিয়ন নির্ধারণে অপেক্ষা বাড়ল।

শেষ ম্যাচের ফলই ঠিক করবে কার হাতে উঠবে শিরোপা। ৪ ম্যাচ শেষে দুই দলেরই সমান ১০ পয়েন্ট, তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ব্রাজিল। তাই নিজেদের শেষ ম্যাচে দুই দল একই ফল করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা।

শেষ ম্যাচের সূচি:

ব্রাজিল আগামী রোববার চিলির বিপক্ষে খেলবে।

আর্জেন্টিনা লড়বে প্যারাগুয়ের বিপক্ষে।

রোমাঞ্চকর ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

ভেনিজুয়েলার কারাকাসে শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণে আধিপত্য দেখায়, অন্যদিকে ব্রাজিল ছিল কিছুটা এলোমেলো। ম্যাচের ৩৮তম মিনিটে হুলিও সোলারকে ফাউল করেন ব্রেনো বাইদন, ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ক্লদিও এচেভেরি।

বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে আর্জেন্টিনা, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। উল্টো ৭৮তম মিনিটে গোল শোধ করে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় গোল করেন রায়ান, আর তাতেই সমতায় ফেরে ম্যাচ। শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয় উত্তেজনাপূর্ণ লড়াই।

এখন অপেক্ষা শেষ ম্যাচের জন্য—শিরোপা জিততে শেষ ম্যাচে দুই দলই চাইবে জয়!

 

শেয়ার করুন