১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়ায় আটকে থাকা ১৪৫ বাংলাদেশীকে প্রত্যাবাসন

শেয়ার করুন

লিবিয়ার বেনগাজি গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৪৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার কার্যক্রমের অংশ হিসেবে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

ফেরতের প্রক্রিয়া

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) কাজী আসিফ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আটক ব্যক্তিদের গ্রহণ করে এবং বেনগাজির বেনিনা বিমানবন্দর থেকে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করে।

ফেরত পাঠানো ১৪৫ জন বাংলাদেশি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় লিবিয়ার বুরাক এয়ার-এর একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দূতাবাসের কার্যক্রম

দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে এবং যাচাই-বাছাই শেষে তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে। এরপর স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় তাদের বিনা খরচে দেশে ফেরত পাঠানো হয়।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ভবিষ্যতেও আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং লিবিয়ায় অবস্থানরত অভিবাসীদের কল্যাণে কাজ চালিয়ে যাবে।

 

শেয়ার করুন