
৬ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা ও তাদের পরিবারের সদস্যরা এ কর্মসূচি শুরু করেন।
বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি ফয়জুল আলম বলেন, “পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধদের মুক্তি দিতে হবে এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও জানান, ১১-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান চলবে এবং দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দফা দাবি:
চাকরিতে পুনর্বহাল: বিশেষ আদালত ও অধিনায়ক কর্তৃক বরখাস্ত হওয়া বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহাল ও ক্ষতিপূরণ দিতে হবে।
বন্দিদের মুক্তি: হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া বন্দিদের মুক্তি এবং উদ্দেশ্যপ্রণোদিত বিস্ফোরক মামলা বাতিল করতে হবে।
নিরপেক্ষ তদন্ত: স্বাধীন কমিশনের কার্যপরিধি সংশোধন করে নিরপরাধ দণ্ডপ্রাপ্তদের মুক্তি ও পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে।
হত্যার বিচার: ৫৭ সেনা কর্মকর্তা, ১০ বিডিআর সদস্যসহ ৭৪ জনের হত্যাকারীদের বিচার ও কারাগারে নিহত বিডিআর সদস্যদের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করতে হবে।
বিডিআর নাম পুনর্বহাল: দেশের গৌরবময় ইতিহাসের অংশ বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে।
জাতীয় দিবস ঘোষণা: পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে, তবে দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে বলে সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন।