১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিজিটাল অ্যারেস্ট ফাঁদে শিক্ষক, হারালেন লাখ টাকা

শেয়ার করুন

ডিজিটাল অ্যারেস্ট’ করে প্রতারণা, অবসরপ্রাপ্ত শিক্ষকের ২ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নিল চক্র

ভারতের অন্ধ্রপ্রদেশের এক অবসরপ্রাপ্ত শিক্ষক ‘ডিজিটাল অ্যারেস্ট’ নামক প্রতারণার ফাঁদে পড়ে ২ লাখ ৫ হাজার টাকা হারিয়েছেন। প্রতারক চক্রটি সিবিআই পরিচয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ৭২ ঘণ্টা মোবাইল ক্যামেরার সামনে বসিয়ে রাখে এবং সমস্যা সমাধানের নাম করে টাকা হাতিয়ে নেয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতারণার ঘটনায় জড়িত ৩৩ বছর বয়সী পিল্লা নানিকে গ্রেপ্তার করেছে কোচবিহারের সাইবার ক্রাইম থানার পুলিশ। গত ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর তাকে ট্রানজিট রিমান্ডে কোচবিহার নিয়ে যাওয়া হয় এবং মঙ্গলবার তাকে জেলা আদালতে হাজির করা হয়। বিচারক নানিকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ৮ জানুয়ারি প্রথমবার হোয়াটসঅ্যাপে ওই শিক্ষকের কাছে ফোন আসে। প্রতারকরা সিবিআই পরিচয়ে তাকে ডিজিটাল অ্যারেস্ট করে এবং ৯ জানুয়ারি তার কাছ থেকে ২ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে, ১১ জানুয়ারি ভুক্তভোগী শিক্ষক বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ ৩১ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ থেকে পিল্লা নানিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

শেয়ার করুন