
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৬ মিনিটে শেষ হয় মোনাজাত, যা পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ
এদিন আখেরি মোনাজাতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। চোখের সামনে যতটুকু দূরত্ব ছিল, ততটুকু দূরত্বে মুসল্লিদের বিশাল উপস্থিতি ছিল। লাখো মুসল্লির একত্রিত হওয়া দেখে তুরাগ তীরের আঙিনায় পরম করুণাময়ের কাছে আবেদন জানান খোদাপ্রেমী মুসল্লিরা।
৩০ জানুয়ারি বাদ মাগরিব থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হয়। এই পর্বে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইজতেমার দ্বিতীয় ধাপ আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি মুসল্লিরা।
বিশ্ব ইজতেমার প্রতি মানুষের আকর্ষণের কারণ মূলত এর দীর্ঘ ইতিহাস এবং তাবলিগ জামাতের মাধ্যমে মানুষের মধ্যে একাত্মতা সৃষ্টি। ১৯৪৬ সালে বাংলাদেশের প্রথম বিশ্ব ইজতেমা কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হয়, এরপর ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে নিয়মিত আয়োজন হয়ে আসছে। আখেরি মোনাজাতের দিন সারা দেশের মুসলমানরা উপস্থিত হয়ে একত্রিত হন, ফলে পুরো টঙ্গী এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনেকেই আগের রাত থেকেই তুরাগ তীরের আশপাশে অবস্থান করেন।