১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মুসল্লি

শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে।

বিশ্ব ইজতেমায় তিন দিনব্যাপী অংশগ্রহণকারীদের পাশাপাশি, আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানের উদ্দেশ্যে আসতে শুরু করেছেন। আজ সকালে আরও মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গেছে, যারা আখেরি মোনাজাতের অপেক্ষায় রয়েছেন।

ময়মনসিংহের ভালুকা থেকে আসা মাহফুজুর রহমান বলেন, “পরিবহন সংকট এড়াতে আমি শনিবার রাতেই ইজতেমা ময়দানে চলে এসেছি। রাতেই কামারপাড়া সড়কের ফুটপাতে অবস্থান নিয়েছিলাম। সেখানে ফজরের নামাজ পড়ে এখন হেদায়াতি বয়ান শুনছি, এবং আখেরি মোনাজাতের জন্য প্রস্তুত আছি।” তিনি আরও জানান, রাত ২টায় মোটরসাইকেল নিয়ে রওনা দিয়ে ৪টার দিকে ময়দানে পৌঁছেছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ময়দানের আশপাশের এলাকাগুলিতেও মুসল্লিদের উপস্থিতি বাড়ছে। ময়দান ছাড়িয়ে মহাসড়ক এবং ফ্লাইওভারের উপরেও মুসল্লিরা অবস্থান নিয়েছেন।

 

শেয়ার করুন