
সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচার করা না হলে এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করা না হলে তারা নিউমার্কেট থানা ঘেরাও করবেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ অত্যন্ত নৃশংসভাবে হামলা চালিয়েছে। এই ঘটনার দায় পুলিশকে নিতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে।” তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছেন।”
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূর্ণ না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন সাত কলেজের সামনে দিয়ে চলতে দেওয়া হবে না। এর আগে, ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।