
নাইম ইসলামের দুর্দান্ত প্রত্যাবর্তন: ১২ বছর পর ফিফটি ও বল হাতে সাফল্য
চিটাগাং ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলের চলমান আসরে ৩৮ বছর বয়সী নাইম ইসলাম দেখালেন অভিজ্ঞতার চমক। দীর্ঘদিন পর বিপিএলে ফিফটি করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই ব্যাটার।
১২ বছরের রেকর্ড ভাঙা ফিফটি
পারভেজ হোসেন ইমনের ব্যাটে রান খরার পর টিম ম্যানেজমেন্ট ওপেনার হিসেবে সুযোগ দেন নাইম ইসলামকে। আর সেই আস্থার প্রতিদান দিলেন তিনি। ৫ চার ও ৩ ছক্কার সাহায্যে ৪১ বলে ৫৬ রান করেন নাইম। ৩৬ বলে ফিফটি করে বিপিএলের রেকর্ডবুকে জায়গা করে নেন তিনি।
নাইমের আগের বিপিএল ফিফটি ছিল ২০১২-১৩ আসরে, চিটাগাং কিংসের হয়ে ৭২ রান করেছিলেন। দুই ফিফটির মাঝে ব্যবধান ৪ হাজার ৩৬৪ দিন—যা বিপিএলের ইতিহাসে দুই ফিফটির মাঝে সবচেয়ে বড় ব্যবধান।
নাইমের চমকপ্রদ ফর্ম
নাইমের এই রেকর্ড ভেঙে গেল মোহাম্মদ নাবির ২ হাজার ৬২৫ দিনের ব্যবধানের রেকর্ড। অন্যদিকে পাকিস্তানের আহমেদ শেহজাদ (২ হাজার ৬১৮ দিন) এবং বাবর আজম (২ হাজার ২৪৭ দিন) রয়েছেন তালিকার পরবর্তী স্থানে।
বল হাতেও অসাধারণ সাফল্য
নাইম বল হাতেও ছিলেন দুর্দান্ত। মাত্র ৬ রানের খরচায় ২ উইকেট তুলে নেন। ২০১৫-১৬ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৭ রানে ৩ উইকেট পাওয়ার পর এবারই প্রথম এক ম্যাচে একাধিক উইকেট পেলেন তিনি।
নাইমের এই পারফরম্যান্স দীর্ঘদিন মনে রাখার মতো
অভিজ্ঞতা, দক্ষতা ও ফিটনেসের মিশ্রণে ৩৮ বছর বয়সেও যে ক্রিকেটে প্রভাব ফেলা সম্ভব, নাইম সেটিই প্রমাণ করলেন। তার এই অলরাউন্ড পারফরম্যান্স চিটাগাংয়ের জয়ের ভিত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।