১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মাঝেই নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

শেয়ার করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ব্যর্থ হলে তার বাহিনী হামাসের বিরুদ্ধে আবার লড়াই শুরু করবে। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে এক টেলিভিশন ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

নেতানিয়াহু বলেন, এই যুদ্ধবিরতি ‘স্বল্প সময়ের’ এবং ইসরায়েল গাজায় হামলা চালানোর অধিকার রাখে, যা পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমর্থন করবেন।

তিনি আরও বলেন, “আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি। হামাস এখন সম্পূর্ণ একা। তার বাহিনী ১৫ মাসের যুদ্ধে সফলতা অর্জন করেছে।”

নেতানিয়াহু চুক্তির শর্ত নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে বলেন, যদি হামাস মুক্তি দেওয়ার জিম্মিদের তালিকা না দেয়, তবে ইসরায়েল চুক্তি বাস্তবায়ন করবে না। প্রথম ধাপে হামাস ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা, তবে ইসরায়েল এখনও নিশ্চিত করতে পারেনি যে তালিকাটি সঠিক কিনা।

এ ছাড়া গাজার বিভিন্ন সীমান্তে ইসরায়েলি বাহিনী তিনটি অভ্যর্থনা কেন্দ্র তৈরি করেছে, যেখানে মুক্তি পাওয়া জিম্মিদের গ্রহণ করা হবে।

তবে যুদ্ধবিরতির শুরুর মাঝেই গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় ১২০ জনের বেশি প্রাণ হারিয়েছে।

 

শেয়ার করুন