১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দুপুর সাড়ে ১২টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

শেয়ার করুন

গাজায় দীর্ঘ ১৫ মাসের সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। আজ, রোববার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। প্রথম পর্যায়ে উভয়পক্ষ ৪২ দিনের বিরতিতে সম্মত হয়েছে।

এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে, তিনজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে, যাদের অধিকাংশই ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম পর্যায়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবেন।

এদিকে, কাতার, যুক্তরাষ্ট্র এবং মিসরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়েছে। গত ১৫ মাসের যুদ্ধের পর গাজায় প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

 

শেয়ার করুন