১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে ‘বান্ধবী’র আবাসিক কক্ষ থেকে বহিরাগত যুবক আটক

শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হল থেকে একজন বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। আটক যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ, যিনি ‘যাযাবর পারভেজ’ নামেও পরিচিত। তিনি হিম উৎসবের শেষ দিনে ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) হিম উৎসবের শেষ দিনে, রাত সাড়ে ১১টার দিকে, পারভেজকে ওই হলের একটি কক্ষ থেকে আটক করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে এবং তিনি ২০১১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। সর্বশেষ তার শিক্ষাগত প্রতিষ্ঠান সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

হল কর্তৃপক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা জানায়, রাতে প্রায় ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করেন পারভেজ। কপালে টিপ, প্লাজু পরা এবং মুখে ঘোমটা দিয়ে প্রবেশ করার কারণে আশপাশের শিক্ষার্থীরা সন্দেহ করেন। পরে সিসিটিভি ফুটেজ চেক করে তারা ওই কক্ষে গিয়ে পারভেজকে আটক করেন। তাঁকে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশে হস্তান্তর করা হয়।

আটক পারভেজ জানিয়েছেন, তিনি এবং ওই নারী শিক্ষার্থী সাত বছরের বন্ধু এবং লালন ভক্ত। হিম উৎসবে ঘুরতে এসেছিলেন এবং থাকার জায়গা না পেয়ে ওই শিক্ষার্থীর কক্ষে ঢুকে পড়েন।

অভিযুক্ত নারী শিক্ষার্থী জানান, পারভেজ তার ভালো বন্ধু এবং তিনি তাকে রাতে থাকার জন্য হলে নিয়ে এসেছিলেন। তবে, তার স্বামী পারভেজকে চিনতে পারেননি এবং তিনি পারভেজকে শুধু ফেসবুক বন্ধু বলে উল্লেখ করেন।

হল সুপার নাদিয়া সুলতানা বলেন, “মেয়েরা আমাকে জানালে, আমি দ্রুত হলের খালার সঙ্গে রুমে গিয়ে দরজা খুললে পারভেজকে দেখে তাকে আটক করি।” হল প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্ত নারী শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয়ের শাস্তির মুখোমুখি হতে পারেন।

 

শেয়ার করুন