১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রণবীরের সঙ্গে যে দৃশ্যে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেন তৃপ্তি

শেয়ার করুন

রণবীর কাপুরের সঙ্গে অভিনয়ের সময় এক দৃশ্য করতে গিয়ে আবেগে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। সিনেমা “অ্যানিমাল”-এ অভিনয় করে দর্শকদের প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন তৃপ্তি। বিশেষ করে, রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যের খোলামেলা শুটিং নিয়ে আলোচনায় আসেন তিনি। তবে শয্যাদৃশ্য তার জন্য কঠিন ছিল না, বরং অন্য একটি দৃশ্য শুটিং করতে গিয়ে তাকে আবেগতাড়িত হতে হয়েছিল।

এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, “অ্যানিমাল”-এর শুটিং চলাকালীন তিনি আরেকটি ছবির কাজও করছিলেন। একই সময়ে দুটি ছবির শুটিংয়ের চাপে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই সময় একটি লম্বা মনোলগের দৃশ্য শুটিং করার সময় সংলাপ বারবার ভুল হচ্ছিল তার। দৃশ্য বারবার কেটে দেওয়া হচ্ছিল, যা তাকে আরও চাপের মধ্যে ফেলে দেয়।

তৃপ্তি জানান, “আমি বুঝতে পারছিলাম, শুটিংয়ের সময় নষ্ট হচ্ছে। কিন্তু কিছুতেই সংলাপ মনে রাখতে পারছিলাম না। চাপ এতটাই ছিল যে চোখ দিয়ে পানি চলে আসছিল। রাতে ঠিকমতো ঘুম হচ্ছিল না, আর এর প্রভাব পড়ছিল কাজে।”

এই পরিস্থিতিতে তৃপ্তির সাহায্যে এগিয়ে আসেন তার সহ-অভিনেতা রণবীর কাপুর। তিনি তৃপ্তির সমস্যা বুঝতে পেরে তাকে সান্ত্বনা দেন এবং সমস্যাগুলো জানতে চান। রণবীর কখনোই তাকে বোঝাননি যে তিনি সময় নষ্ট করছেন। তৃপ্তি আরও বলেন, “শুধু রণবীর নয়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও সেই সময়ে আমাকে সাহায্য করেছিলেন। তারা আমার সুবিধামতো সময় নিয়ে দৃশ্যটির শুটিং শেষ করেন।”

অভিনেত্রীর মতে, রণবীর কাপুর একজন অত্যন্ত ভরসাযোগ্য সহ-অভিনেতা। তিনি সহ-অভিনেতাদের সুবিধা-অসুবিধা ভালোভাবে বুঝতে পারেন এবং তাদের মানসিক চাপ কমানোর চেষ্টা করেন। তৃপ্তি বলেন, “সহ-অভিনেতা হিসেবে রণবীরের ওপর ভরসা করা যায়। তিনি সবসময় পাশে থাকেন।”

 

শেয়ার করুন