১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসী সাংবাদিক মতিউর মুন্নাসহ ৩ জনকে সংবর্ধনা

শেয়ার করুন

নবীগঞ্জ প্রেস ক্লাবের সংবর্ধনা: প্রবাসীদের সম্মানে উষ্ণ অভ্যর্থনা

গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী মহিবুর রহমান চৌধুরী তছনু এবং যুক্তরাজ্যের বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী ছোটন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ প্রেস ক্লাব।

বুধবার (৮ জানুয়ারি) রাতে নবীগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এটিএম সালাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী।

সংবর্ধনার মূল পর্ব

অনুষ্ঠানের প্রধান অতিথি, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাহতাব মিয়া, সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বক্তব্য ও প্রশংসা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এম এ আহমদ আজাদ, সরওয়ার শিকদার, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ সুলতান আহমদ এবং অন্যান্য সদস্য।

প্রধান অতিথি মাহতাব মিয়া নবীগঞ্জ প্রেস ক্লাবের ঐক্য ও কার্যক্রমের প্রশংসা করে বলেন, “সাংবাদিকদের ঐক্যবদ্ধ কার্যক্রম এবং প্রবাসীদের প্রতি তাদের শ্রদ্ধাশীল মনোভাব প্রবাসীদের কর্মক্ষেত্রে উৎসাহিত করবে।” তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নবীগঞ্জকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।

সংগঠনের ঐক্যের প্রশংসা

অনুষ্ঠানে বক্তারা নবীগঞ্জ প্রেস ক্লাবের ঐতিহ্য ও একতাবদ্ধ কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মেলবন্ধনকে ধন্যবাদ জানান।

সংবর্ধনা অনুষ্ঠানটি নবীগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক দক্ষতা ও প্রবাসীদের প্রতি তাদের আন্তরিকতার প্রমাণ হিসেবে উপস্থিত সবার মধ্যে প্রশংসিত হয়।

 

শেয়ার করুন