১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

উচ্ছ্বাস-উল্লাসে নতুন বছর উদযাপন

শেয়ার করুন

নতুন বছরকে ঢাকাবাসীর স্বাগত: উৎসব ও নিরাপত্তার মিশেল

ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই রাজধানী ঢাকার আকাশ রঙিন হয়ে ওঠে আতশবাজির ঝলকানিতে। ফানুস উড়ানো, পটকার শব্দ, এবং বিভিন্ন ছাদ ও খোলা মাঠ থেকে বর্ণিল আলোকচ্ছটা ঢাকার চারপাশে এক আনন্দঘন পরিবেশ তৈরি করে।

তবে এই আনন্দ উদযাপনের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল সজাগ। রাজধানীতে নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য বিশেষ নির্দেশনা ছিল। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও র‌্যাব টহল দেয় এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে। পাশাপাশি সন্দেহভাজনদের ওপর তল্লাশিও চালানো হয়।

আনন্দের মাঝে বিধিনিষেধ

বিধিনিষেধ সত্ত্বেও ঢাকাবাসী উদযাপনের কোনো সুযোগ হাতছাড়া করেনি। অনেকেই বাসার ছাদে ছোট পরিসরে আয়োজন করেছেন পার্টি। বারবিকিউ, কেক কাটা, এবং পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।

নতুন আশায় উদ্যম

পুরোনো বছরের দুঃখ ও সমস্যাকে পিছনে ফেলে ঢাকাবাসী নতুন বছরকে স্বাগত জানিয়েছে নতুন উদ্যম ও প্রত্যাশায়। বছরের প্রথম দিনটি যেন এক নতুন সূচনা হয়ে আসে। নতুন পরিকল্পনা ও আশা নিয়ে ২০২৫ সালকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী।

নানা আয়োজনে ভরপুর এই উদযাপন রাজধানীর মানুষকে একত্রিত করেছে নতুন বছরের আনন্দে, যেখানে উৎসবের সঙ্গে ছিল শৃঙ্খলার মিলন।

 

শেয়ার করুন