১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আদাবরে বাসমালিককে কুপিয়ে হত্যা, আততায়ী পলাতক

শেয়ার করুন

রাজধানীর আদাবরে মো. স্বপন নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূইয়া পরিবহনের একটি বাসের মালিক। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দিয়েছে। এই বিষয় নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় আদাবর এলাকায় স্বপনকে ছুরিকাঘাত করে বাসচালক। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। বাকিটা পরে জানানো হবে।

শেয়ার করুন