
-অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে সেটা তাদের বিষয়।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারত পণ্য রপ্তানি বন্ধ চাইলে সেটা তাদের ব্যাপার। এতে তাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। তাদের লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হবে। ভারতের ব্যবসায়ীরা এতো বড় বাজার হাতছাড়া করতে চায় না। তারা যদি বন্দরে রাজনৈতিক অবরোধ করতে চায় করুক। সেটা তাদের বিষয়। তবে ভারতীয় ব্যবসায়ীরা এটা মেনে নেবে না। তারা এতো বড় বাজার নষ্ট করতে চাইবে না। তাই এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই।
তিনি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কি আমরা একাই হবো, নাকি ভারতও হবে। ভারত কি আমাদের বিনা পয়সায় মালামাল দেয়। তারা টাকার বিনিময়ে দেয়। তারা তো গরু বন্ধ করেছিল। আমরা এখন গরু খায় না? ব্যবসা বন্ধ যদি উনারা করতে চান সেটা উনাদের ব্যপার। উনারা বন্ধ করলে উনাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
ভারতের মিডিয়ায় অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা যে অপপ্রচার চালাচ্ছে, তাতে আমাদের চেয়ে তাদের ক্ষতি হচ্ছে বেশি। বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চায়। ভারতের মিডিয়া যা করছে সেটি তাদের টিআরপি বাড়ানো জন্য করছে। অপপ্রচারের কারণে বাংলাদেশের জনগণ ভারতের বিপক্ষে বেশি দাঁড়াচ্ছে। তাতে আমাদের কোনো ক্ষতি নেই।-