১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারের কুতুবদিয়ায় মা -মেয়েকে জবাই করে হত্যা

শেয়ার করুন
কক্সবাজারের কুতুবদিয়ায় মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দূর্বত্তরা।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর দুইটার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার নুরুল আলম সওদাগরের স্ত্রী রুনা আক্তার (৩৫)এবং মেয়ে জাকিয়া আক্তার (৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্তা স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান।তিনি নামাজ শেষে বাড়ি ফিরে কারো কোন সাড়াশব্দ না পেয়ে রান্না ঘরে খোঁজ নিতে যান।
এ সময় তিনি রান্নাঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নাড়াচাড়া করে দেখেন তারা আর বেঁচে নেই।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানিয়েছেন, মা ও মেয়েকে হত্যার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন মা ও মেয়ের মৃতদেহ বাড়ি রান্না ঘরে পড়ে আছে। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন।
তবে কি কারণে এবং কারা এই নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়।
তবে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে। নিহতদের লাশ ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন