১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর নির্যাতনের অভিযোগে ১৪ বছরের সংসার শেষ করলেন সেলিনা

শেয়ার করুন


দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। তিনি স্বামী পিটার হগের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন। শুধুমাত্র বিচ্ছেদ নয়, আদালতে মামলাও দায়ের করেছেন অভিনেত্রী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে সেলিনা জানিয়েছেন, অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার অত্যন্ত নিষ্ঠুর এবং নিয়ন্ত্রণপ্রিয়। নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতে হতো তাকে।

অভিযোগে বলা হয়েছে, তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় পিটারের কাছে রয়েছে। তিনি সন্তানদের সঙ্গে সেলিনার যোগাযোগও সীমিত করেছেন।

সেলিনা আরও অভিযোগ করেছেন, পিটার তার ক্যারিয়ার ও অর্থনৈতিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছেন। তাকে ‘নার্সিসিস্টিক’ বা আত্মমুগ্ধ হিসেবে বর্ণনা করে অভিনেত্রী জানান, পিটার স্ত্রী ও সন্তানদের প্রতি কোন সহানুভূতি দেখাননি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সেলিনার আবেদনের ভিত্তিতে মুম্বাই আদালত ইতিমধ্যেই পিটার হগকে আইনি নোটিশ পাঠিয়েছে। মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ ডিসেম্বর।

প্রায় ১৪ বছর আগে হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সেলিনা। এ দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন