
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
তিনি জানান, মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে খোস্তের গুরবুজ জেলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেললে ভয়াবহ বিস্ফোরণে পুরো ঘরটি ধ্বংস হয়ে যায়। এতে পাঁচ ছেলে, চার মেয়ে ও এক নারী নিহত হন।
মুজাহিদ আরও জানান, উত্তর-পূর্ব কুনার এবং পূর্ব পক্তিকা প্রদেশেও পাকিস্তান বিমান বাহিনী আরও কয়েকটি হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
তালেবান প্রশাসন এক বিবৃতিতে এ হামলাকে “বিপজ্জনক উসকানি” হিসেবে উল্লেখ করে পাকিস্তানকে অবিলম্বে এ ধরনের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সিএনআই/২৫