১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর

শেয়ার করুন

ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৫–২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে তিনি ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন।

চলতি বছর ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি ও দেশে কর্মরত বিদেশিদের ছাড়া সব ব্যক্তি করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যেসব করদাতাকে অনলাইন রিটার্নের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারাও চাইলে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

করদাতার অনুমোদিত প্রতিনিধিও অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন। বিদেশে থাকা করদাতারা ই-মেইলে প্রয়োজনীয় তথ্য পাঠালে তাদের কাছে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে, যার মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে পারছেন।

কোনো ধরনের কাগজপত্র আপলোড ছাড়াই করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সিস্টেমে এন্ট্রি করে মোবাইল ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করে তাৎক্ষণিক সনদ ও রসিদ সংগ্রহ করতে পারছেন। এতে দেশে–বিদেশে থাকা করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিল জনপ্রিয়তা পেয়েছে।

ই-রিটার্ন প্রক্রিয়া সহজ করতে এনবিআর করদাতা, কর প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে হেল্প ডেস্ক ও কল সেন্টার চালু রাখা হয়েছে। করদাতারা ফোনে বা সরাসরি কর অফিসে গিয়ে সহায়তা নিতে পারছেন।

এনবিআর সব করদাতাকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে। ইতোমধ্যে প্রায় ১৮ লাখ করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন