১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাবির ক্যানটিনে হামলা, দুই শিক্ষার্থী আহত

শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন কাজলা এলাকার একটি ক্যানটিন থেকে দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভুক্তভোগীরা হলেন ফাইনান্স বিভাগের ২০২১–২২ সেশনের ফারাবী ও ২০২৩–২৪ সেশনের বকশী। একই সময়ে নাট্যকলা বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী মিনহাজও হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে ১০–১২ জন হেলমেট ও মাস্ক পরে ক্যানটিনে ঢুকে রামদা, হাতুরি ও পিস্তল দেখিয়ে হামলা চালায়। একপর্যায়ে তারা ফারাবী ও বকশীকে জোরপূর্বক ক্যানটিন থেকে তুলে নেয়। মিনহাজকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফারাবী ও বকশীও কিছুক্ষণ পর উদ্ধার করা হয়।

দুর্বৃত্তদের কর্মকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীরা কাজলা গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারা কাঠের গুঁড়িতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

ভুক্তভোগী বকশী বলেন, হামলাকারীরা মোট ১০টি মোটরসাইকেলে আসে এবং সবাই হেলমেট পরা থাকায় কাউকে চিহ্নিত করা যায়নি। তাকে রিকশায় তুলে নিয়ে অন্ধকার এলাকায় বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর তাদের ফোন আসে এবং তাকে ছেড়ে দেওয়া হয়।

রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু তখন শিক্ষার্থীরা তুলে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে মতিহার থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানিয়েছেন, দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। একজন সন্দেহভাজন ‘জনি’ নামে শনাক্ত হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন