
কুষ্টিয়ার দৌলতপুরে চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) ভোরে নিজ নিজ বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পাকুড়িয়া এলাকার ফজলুল হকের ছেলে টোকেন (৩৭), বিল্লাল হোসেন বিলা (৪৩) এবং বাহিরমাদী সরদারপাড়া এলাকার ইন্নাত আলীর ছেলে জাহিদুল (৪০)।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৯ মে পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ মণ্ডলের ছেলে আরিফ আলী (৩০) নিহত হন। এ ঘটনার পর সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার নাটক সাজানো হয়। নিহতের মা হাসিনা খাতুন দৌলতপুর থানায় পরিকল্পিত হত্যার মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক পরিবহন করতে রাজি না হওয়ায় আরিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। স্থানীয় মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা তাকে বাধ্য করতে চেয়েছিল। ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টোকেন ও বিলা আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন সকালে স্থানীয় একটি ফাঁকা মাঠে তার মরদেহ পাওয়া যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
সিএনআই/২৫