আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
হিরো আলমের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। বাদী রিয়া মনি জানান, হিরো আলম ও তার সহযোগীরা তার ওপর আক্রমণ চালিয়েছেন এবং তার সোনার চেইন চুরি করেছেন। আদালত জামিন শর্ত ভঙ্গের কারণে হিরো আলমের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সিএনআই/২৫