১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ অসম্ভব: প্রধান উপদেষ্টা

শেয়ার করুন

কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এই তথ্য জানান।

বৈঠকে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়। বিমান ও সামুদ্রিক খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা।

প্রধান উপদেষ্টা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি থাকবে এবং বহু তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। তার ভাষায়, গত ১৬ বছরের শাসনামলে তিনটি নির্বাচনে তরুণ ভোটাররা ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল।

এ ছাড়া তিনি জানান, বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক গবেষণা জোরদার করতে বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করছে। বৈঠকে ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান বিমান চলাচল খাতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান এবং বলেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।

সিএনআই/২৫

শেয়ার করুন