
বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ আজ (১৩ নভেম্বর) ৭৭তম জন্মদিন উদযাপন করছেন। তার প্রিয় আবাস নুহাশ পল্লী, গাজীপুরে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয় রাত ১২টা ১ মিনিটে পল্লীজুড়ে ১,৭৭৭টি মোমবাতি প্রজ্বলন করে। এরপর লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও ছেলে নিশাত কেক কাটেন। সকালের অনুষ্ঠানে তার সমাধিস্থলে কেক কাটা এবং কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার ডাকনাম ছিল কাজল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি সম্পন্ন করেন।
সাহিত্যকর্মের মাধ্যমে তিনি পাঠক হৃদয়ে অমলিন ছাপ রেখে গেছেন। তার কালজয়ী চরিত্র হিমু, মিসির আলি, রূপা ও শুভ্র এখনও বাংলা সাহিত্যের অম্লান স্মৃতি। নাটক ও চলচ্চিত্রেও তার অবদান অসামান্য; উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘ঘেটুপুত্র কমলা’।
হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন এবং তাকে তার প্রিয় নুহাশ পল্লীর লিচুতলায় সমাহিত করা হয়।
সিএনআই/২৫